চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্যামসাংয়ের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে অ্যাপল

২৩ আগস্ট, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : আইফোনের দাম বেশি হওয়ায় বেশ কিছুদিন ধরে আইফোন বিক্রিতে ভাটা পড়েছে। বর্তমানে অ্যাপলের জন্য উচ্চ মান সম্পন্ন ওএলইডি স্ক্রিনের জোগানদাতা হিসেবে কাজ করছে স্যামসাং। প্রতিটি স্ক্রিনের জন্য অ্যাপলের কাছ থেকে ১০০ মার্কিন ডলার করে নেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এখন আইফোনের স্ক্রিনের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভরশীলতা কমাতে মরিয়া হয়ে বিকল্প খুঁজছে অ্যাপল। এতে আইফোনের দাম কমানো যাবে এবং অ্যাপলের লাভ বেশি আসবে বলে মনে করা হচ্ছে।

অ্যাপল কর্তৃপক্ষ গত বছরে ওএলইডি স্ক্রিন সরবরাহ পেতে এলজির সঙ্গে চুক্তি করেছে। তবে এলজি এখন পর্যন্ত কেবল টিভির জন্য ওএলইডি প্রযুক্তির স্ক্রিন তৈরি করেছে। স্মার্টফোনের জন্য নিখুঁত ওএলইডি প্যানেল তৈরি করতে পারেনি এলজি। ফলে এখনো দামি স্যামসাং ওএলডি প্যানেলের ওপরেই নির্ভর করতে হচ্ছে অ্যাপলকে।
নিক্কেই এশিয়ান রিভিউ বলছে, অ্যাপলের ওএলইডি প্যানেল নিয়ে সমস্যা সমাধান হতে চলেছে। চীনা বিওই টেকনোলজি গ্রুপের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে প্রতিষ্ঠানটি। আগামী বছর থেকে বিওইর কাছ থেকে স্ক্রিন নেবে অ্যাপল।
ওএলইডি স্ক্রিনকে প্রচলিত এলইডি স্ক্রিনের চেয়ে উন্নত বলে মনে করা হয়।

শেয়ার করুন