চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নেপালের এভারেস্ট অঞ্চলে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিক নিষিদ্ধ

২৩ আগস্ট, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : নেপালের এভারেস্ট অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। পর্বতারোহীদের ফেলে যাওয়া বর্জ্য হ্রাস করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নেপালের খুম্বু পাসাং লামু পৌরসভায় ২০২০ সালের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, “এটি আমাদের অঞ্চল, এভারেস্ট ও পর্বতটিকে দীর্ঘদিন পরিষ্কার রাখতে সাহায্য করবে।” স্থানীয় কর্তৃপক্ষগুলো সম্প্রতি মাউন্ট এভারেস্ট এলাকা থেকে ১১ টন আবর্জনা পরিষ্কার করেছে। খুম্বু পাসাং লামু প্রদেশে সব ধরনের পানীয়ের প্লাস্টিকের বোতল এবং ৩০ মাইক্রোনের কম প্রস্থের সব ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ হবে। তবে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীর জন্য কোনো দ- এখনও ঘোষণা করা হয়নি। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ট্রেকিং কোম্পানিগুলো, এয়ারলাইন্সগুলো ও নেপাল মাউন্টেইনারিং অ্যাসোসিয়েশন কাজ করবে।

শেয়ার করুন