চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরান ‘আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা থাকবে না’

২২ আগস্ট, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিলে আন্তর্জাতিক জলপথে আগে যে ধরণের নিরাপত্তা ছিল তা আর থাকবে না। বুধবার দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে এ হুঁশিয়ারি দিয়েছেন।
রুহানি বলেছেন, ‘বিশ্ব শক্তিরা জানে তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করলে এবং ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনলে আন্তর্জাতিক জলপথে আগে যে ধরণের নিরাপত্তা ছিল তেমন আর থাকবে না।’
তিনি বলেন, ‘তাই ইরানের বিরুদ্ধে তাদের একপাক্ষিক চাপ সুবিধা দেবে না এবং এই অঞ্চল ও বিশ্বে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করবে না।’
গত বছর ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তার প্রশাসন ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট