চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্প আবারো বললেন

‘আফগানিস্তানে শান্তি আনতে এক কোটি মানুষ হত্যার প্রয়োজন ছিল’

২২ আগস্ট, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানের তার সরকার এক সপ্তাহের মধ্যে বিজয় আনতে পারে এবং এ জন্য মার্কিন বাহিনীকে কোনো রকমের পরমাণু বোমা ব্যবহার করার প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র এক কোটি মানুষ হত্যার প্রয়োজন হবে।
তিনি বলেন, “এই কথা আমি এর আগেও বলেছি এবং আমি ভবিষ্যতে আরো বহু বার বলবো।” ট্রাম্প জোর দিয়ে বলেন, “যুদ্ধ বিজয়ের জন্য সেখানে কোন রকম পরমাণু বোমার প্রয়োজন নেই শুধুমাত্র, এক কোটি মানুষ হত্যা করলেই চলবে।”
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি এই এক কোটি মানুষকে হত্যার চেষ্টা করছি না তবে আমি বলছি এই কাজটি করলে আফগানিস্তানে বিজয় আনা সম্ভব হতো।”

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট