চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জি-৮’-এ রাশিয়াকে ফিরিয়ে আনার প্রস্তাব সমর্থন করবো : ট্রাম্প

২২ আগস্ট, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি কোন সদস্য দেশ রাশিয়াকে আবার জি-এইটে ফিরিয়ে আনার জন্য প্রস্তাব করে তাহলে তাতে অবশ্যই আমেরিকা সমর্থন দেবে।
গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, জি-এইটে রাশিয়াকে ফিরিয়ে আনা খুবই যৌক্তিক। জি-এইটে রাশিয়ার থাকা উচিত কারণ অনেক বিষয় আছে যা নিয়ে আমরা রাশিয়ার সঙ্গে কথা বলি। ইউক্রেন ইস্যুতে ২০১৪ সালের সদস্য ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডা রাশিয়ার সদস্যপদ স্থগিত করে।
তবে মস্কো ইউক্রেন ইস্যুতে নেতিবাচক কোনো ভূমিকা পালন করার কথা সবসময় অস্বীকার করে আসছে। ২০১৭ সালে রাশিয়া নিজেকে জি এইট সংস্থা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট