চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পাক ২০০ অ্যাকাউন্ট সাসপেন্ড করলো টুইটার

২১ আগস্ট, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

কাশ্মীর নিয়ে আপত্তিকর এবং উস্কানিমূলক টুইট করায় পাকিস্তানের ২০০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার। ভারতের অভিযোগের ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক, বিভ্রান্তিকর তথ্য টুইট করা হচ্ছে এমন ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে প্রথমে সেগুলো সাসপেন্ড করে টুইটার। পরে একই কারণে পাকিস্তানের ২০০টি
টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে পাকিস্তানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট রয়েছে। #ঝঃড়ঢ়ঝঁংঢ়বহফরহমচধশরংঃধহরং হ্যাশট্যাগকে সামনে রেখে টুইটারের এ পদক্ষেপের বিরোধিতা করেছে পাকিস্তানের অসংখ্য মানুষ (ছবি)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট