চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিরিয়ায় তুরস্কের গাড়িবহরে বিমান হামলা, ‘নিহত ৩’

২১ আগস্ট, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : তুর্কি গাড়িবহরের ওপর সিরিয়া সরকারের বিমান হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তুরস্ক।

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান শেইখুন শহরের দিকে গাড়িবহরটির যাত্রা আটকাতে ওই বিমান হামলা চালানো হয়। সোমবারের এ হামলায় আরো ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রণালয়। সিরিয়ায় কিছু বিদ্রোহীকে সমর্থন দিচ্ছে তুরস্ক। গতবছর রাশিয়ার সঙ্গে এক চুক্তির আওতায় দেশটি সিরিয়ার ইদলিবে তাদের বাহিনী রেখেছে। সিরিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু অঞ্চলের একটি হচ্ছে ইদলিব। তুরস্ককে সমর্থনকারী বিদ্রোহীদের সঙ্গে গতবছরের চুক্তির আওতায় একটি বাফার জোন গড়ে এলাকাটি সুরক্ষিত রাখা হয়েছে। ইদলিবের ভেতরে এবং উপকণ্ঠে রয়েছে তুরস্কের ১২ টি পর্যবেক্ষণ-ফাঁড়ি। সোমবার তুরস্কের গাড়িবহরটি খান শেইখুন শহরের কাছের একটি পর্যবেক্ষণ ফাঁড়ির দিকে যাওয়ার সময়ই বিমান হামলা হয় বলে জানানো হয়েছে তুর্কি মন্ত্রণালয়ের বিবৃতিতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট