চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সন্ত্রাসে যোগসাজশ : ৩ কুর্দিশ মেয়র বরখাস্ত তুরস্কে

২১ আগস্ট, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : তিনজন নির্বাচিত মেয়রকে বরখাস্ত করেছে তুরস্ক কুর্দিশ সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে । এ ছাড়া চার শতাধিক লোককে আটকও করা হয়েছে। বরখাস্ত হওয়া এই তিন মেয়র গত মার্চে নির্বাচিত হয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসের প্রচার ও অর্থসহায়তার অভিযোগ তোলা হয়েছে।

আংকারা বলছে, অবৈধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বহু লোককে আটক করা হয়েছে। এতে কুর্দিশ প্রধান দক্ষিণ-পূর্বাঞ্চলে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সোমবার তুরস্কজুড়ে ২৯ প্রদেশে চলে এ অভিযান।

আটকদের মধ্যে দিয়ারবাকির, মারডিন ও ভ্যানপ্রদেশের মেয়ররা রয়েছেন। গত মার্চের নির্বাচনে ব্যাপকসংখ্যক ভোটের ব্যবধানে তার বিজয়ী হয়েছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট