চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চাঁদের কক্ষপথে ভারতের চন্দ্রযান-২

২১ আগস্ট, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : উৎক্ষেপণের পর এক মাসের মাথায় সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে পেরেছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-২। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৯টা ২ মিনিটে এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের কক্ষপথে ঢোকে বলে বিবিসি জানিয়েছে।

কারিগরি ত্রুটিতে উৎক্ষেপণ সপ্তাহখানেক পিছিয়ে যাওয়ার পর গত মাসের ২২ তারিখে শ্রী হরিকোটা মহাকাশ স্টেশন থেকে ৬৪০ টন ওজনের রকেটে এ যানটি যাত্রা শুরু করেছিল। সাড়ে ১৪ কোটি ডলার ব্যয়ের এ অভিযান সফল হলে চন্দ্রযান-২ হবে চাঁদের দক্ষিণ মেরুতে নামা প্রথম কোনো মহাকাশযান। সব ঠিক থাকলে তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে সেপ্টেম্বরের ৬ কিংবা ৭ তারিখে এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে আশা ভারতীয় বিজ্ঞানীদের। ২০০৮ সালে ভারত চাঁদের উদ্দেশ্যে তাদের প্রথম মহাকাশযান পাঠিয়েছিল। চন্দ্রযান-১ পৃথিবীর একমাত্র উপগ্রহটিকে স্পর্শ না করলেও এটির রাডার চাঁদে পানির উপস্থিতি নিয়ে বিস্তৃত অনুসন্ধান জানিয়েছিলেন।

শেয়ার করুন