চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লাওসে বাস দুর্ঘটনায় চীনের ১৩ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ২:২৯ অপরাহ্ণ

লাওসে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চীনের অন্তত ১৩ পর্যটক নিহত হয়েছে। বাসটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতের ৩০ মিটার গভীরে পড়ে যায়। মঙ্গলবার দেশটির এক পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

সোমবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনার সময় বাসটিতে চীনের ৪০ নাগরিককে বহন করা হচ্ছিল। তারা পর্যটন শহর লুয়াং প্রবাংয়ের দিকে যাচ্ছিল।

এ দুর্ঘটনার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করে পুলিশ কর্মকর্তা শিয়াফোন চিতাভং এএফপি’কে বলেন, ‘আজ সকালে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে।’

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত ৩১ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গিরিখাতের পানি থেকে বাসের যাত্রীদের উদ্ধার করার বিভিন্ন ছবি প্রকাশ করেছে।

দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার কারণে লাওসে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন