চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ক্ষেপণাস্ত্র মোতায়েন

‘যুক্তরাষ্ট্র না করলে রাশিয়াও করবে না’ : মস্কো

১৯ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্র নতুন করে ইউরোপ ও এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে রাশিয়াও একই পদক্ষেপ নেবে। রবিবার রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার ওই ঘোষণার পর রাশিয়াও ওই চুক্তি থেকে সরে দাঁড়ায়। পম্পেও-র ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে মস্কে। ওই সময়ে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন এবং নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ তোলে ওয়াশিংটন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মস্কো।
রবিবার রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই শোইগু আরো বলেন, নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনও পরিকল্পনা তার দেশের নেই। আমরা এ ব্যাপারে এখনও আগের অবস্থানেই অনড় রয়েছি।
তবে বলাবাহুল্য, সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের মর্জির ওপর।

শেয়ার করুন