চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পূর্ণবয়স্ক মানুষের সমান আকৃতির পেঙ্গুইনের জীবাশ্ম!

১৮ আগস্ট, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

আকারে পূর্ণবয়স্ক মানুষের সমান। উদ্ধার হওয়া জীবাশ্মের ইঙ্গিত তেমনই।

 

নিউজিল্যান্ডের দক্ষিণের দ্বীপে এমনই বিশালাকার পেঙ্গুইনের খোঁজ পেলেন জীবাশ্মবিজ্ঞানীরা। ‘ক্রসভাল্লিয়া ওয়াইপেরেনসিস’ প্রজাতির এই পেঙ্গুইনের উচ্চতা প্রায় ১.৬ মিটার, ওজন ৮০ কেজির কাছাকাছি। বর্তমানে জীবিত সর্ববৃহৎ পেঙ্গুইনের চেয়েও প্রায় চার গুণ ভারী, ৪০ সেন্টিমিটার বেশি লম্বা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট