চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

Hezbollah chief warns any war against Iran would engulf region

ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে আগুন জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যে: হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০১৯ | ১:৫২ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ইসরাইলের বিরুদ্ধে ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের ১৩তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক ভাষণে সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়েও আমেরিকার থেমে যাওয়াকে তেহরানের একটি বিশাল অর্জন বলে উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, এখান থেকে বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা হলেও ইরানের সামরিক শক্তি আঁচ করতে পেরেছেন।

ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত’সহ আরো কিছু আঞ্চলিক দেশ মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইয়েমেন ও সিরিয়ায় যুদ্ধ বন্ধের চেষ্টা করার পাশাপাশি লেবানন ও ইরাকে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বর্তমানে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে জানিয়ে সংগঠনটির মহাসচিব ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, ইসরায়েলি সেনারা লেবাননে অনুপ্রবেশ করলে তাদেরকে হত্যা করার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হবে।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট