চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আটক ইরানি তেল ট্যাংকারকে ছেড়ে দিল জিব্রাল্টার

১৭ আগস্ট, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের শেষ মূহুর্তের আবেদন সত্বেও গত মাসে আটক ইরানি তেল ট্যাংকারকে ছেড়ে দিয়েছে জিব্রাল্টার।
ট্যাংকারটিতে বহন করা তেল সিরিয়ায় খালাস করা হবে না, লিখিতভাবে ইরানের কাছ থেকে জিব্রাল্টার এমন আশ্বাস পাওয়ার পর ট্যাংকারটিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।
ইরানি তেলবাহী গ্রেস ওয়ান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ৪ জুলাই ব্রিটিশ রয়েল মেরিন ভূমধ্যসাগরের পশ্চিম দিকের প্রবেশ মুখ জিব্রাল্টার প্রণালী থেকে ট্যাংকারটি আটক করেছিল। এর দুই সপ্তাহ পর পারস্য উপসাগরে প্রবেশের মুখে হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে আটক করে ইরান। এ নিয়ে ব্রিটেনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা তৈরি হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২১ লাখ ব্যারেল ইরানি তেল নিয়ে আটক গ্রেস ওয়ান ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টারের উপকূলেই ছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট