চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হংকং নিয়ে নাক না গলাতে সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০১৯ | ৭:১৬ অপরাহ্ণ

কিছুদিন ধরে চীন কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আলোচনার দাবি তুলেছে। কিন্তু হংকং নিয়ে অপর কাউকে হস্তক্ষেপ করতে দিতে রাজি নয়। চীন হুঁশিয়ারি দিয়েছে হংকং নিয়ে কেউ যেন নাক না গলায় বলে। বৃহস্পতিবার বেইজিং থেকে কড়া ভাষায় জানিয়ে দেয়া হয়েছে, হংকং-এর অশান্তি আমাদের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে বাইরের কেউ নাক গলাতে এলে আমরা সহ্য করব না। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ভিন্ন কথা। তার দাবি, দশ সপ্তাহব্যাপী বিক্ষোভে উত্তাল হংকংকে মাত্র ১৫ মিনিটেই শান্ত করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিক্ষোভকারীদের দোষ দিয়ে বেইজিং বলেছে, তারা হিংসাত্মক কাজকর্ম করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার চীন জানায়, দুঃখের বিষয় হল, হংকং-এ গত কয়েক মাস ধরে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা আইন, নৈতিকতা ও মানবতাবিরোধী কাজ করছে। এর পিছনে বিদেশি শক্তি আছে বলে দাবি করেছে চীন। শি ফেং বলেছেন, কয়েকটি বিদেশি শক্তি বিক্ষোভকারীদের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে পরিস্থিতি হয়ে উঠেছে আরও খারাপ। কয়েকটি দেশ সরাসরি হংকং-এর ব্যাপারে নাক গলাচ্ছে। যদিও তা চীনের অভ্যন্তরীণ বিষয়।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন