চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাশিয়ায় তেজস্ক্রিয়তা বেড়েছে ১৬ গুণ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ৬:১৩ অপরাহ্ণ

রাশিয়ায় কয়েকদিন আগে মারাত্মক ধরনের যে রকেট বিস্ফোরণ ঘটেছিল, সেটার জেরে এবার তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে আশপাশের এলাকায়। বৃহস্পতিবার সেভেরদ্ভিন্সক শহরের নিওনক্সার কেন্দ্রে লিকুইড প্রপেলেন্ট রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর সময় এর বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ বিজ্ঞানী নিহত হন।

দেশের দক্ষিণাঞ্চলীয় সেভেরদ্ভিন্সক শহরে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে ১৬ গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা রসজিড্রমেট।

মঙ্গলবার (১৩ আগস্ট) রসজিড্রমেট জানায়, রকেট বিস্ফোরণের পর রসজিড্রমেট তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করেছে। তারা দেখতে পেয়েছে, বন্দর নগরীটিতে তেজস্ক্রিয়তার হার স্বাভাবিক মাত্রার চেয়ে চার থেকে ১৬ গুণ পর্যন্ত বেড়ে গেছে।

তবে পরিবেশ বিষয়ক সংস্থা গ্রিনপিস জানাচ্ছে, গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিস্ফোরণের পর অঞ্চলটিতে তেজস্ক্রিয়তার হার স্বাভাবিক মাত্রার চেয়ে ২০ গুণ বেড়েছে।

যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্ফোরণের পর বলেছিল, প্রাথমিকভাবে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে। একইসঙ্গে নগর কর্তৃপক্ষ জানিয়েছিল, তেজস্ক্রিয়তার মাত্রা সামান্য বেড়েছে।

এদিকে, তেজস্ক্রিয়তা আতঙ্ক দেখা দিয়েছে শহরটির মানুষের মনে। তারা শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব কমানোর জন্য আয়োডিন ব্যবহার করছেন বলে জানা গেছে। এটি ব্যবহার করলে শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব পড়বে না- এ বিশ্বাস থেকে মানুষ আয়োডিন কিনে ঘরে মজুদ রাখছেন। ইতোমধ্যে ব্যাপকভাবে আয়োডিনের চাহিদা বেড়ে গেছে অঞ্চলটির ফার্মেসিগুলোতে ।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট