চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চন্দ্রপৃষ্ঠে এবার হাঁটবেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ | ১০:১৪ অপরাহ্ণ

১৯৬৯ সালের জুলাইয়ে প্রথম অভিযাত্রী চাঁদে নেমেছিল নাসার এপোলো ১১ । এপোলোর পরে এবার চাঁদে পাড়ি দেবে আর্তেমিস। নাসা ঘোষণা দিয়েছে এবার চাঁদের দক্ষিণ মেরুতে নারী নভোচর পাঠানো হবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৪ সালের মধ্যেই অভিযাত্রীদের নিয়ে চাঁদে পৌঁছাবে আর্তেমিস।

এই প্রথম চন্দ্রপৃষ্ঠে হাঁটবেন এক নারী মহাকাশচারী। আর চাঁদে প্রথম নারী অভিযাত্রী নিয়ে অবতরণ করতে চলা এই চন্দ্রযানের নামকরণ করা হয়েছে চাঁদের দেবী আর্তেমিসের নামে। নাসার পাঠানো এপোলো থেকে নেমে চাঁদের মাটিতে হেঁটেছিলেন দুই মহাকাশচারী নীল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন। এপোলোতে ছিলেন আরও এক অভিযাত্রী, মাইকেল কলিন্স। তিনজনই পুরুষ।

গ্রিক পুরাণ অনুযায়ী, এপোলো আর আর্তেমিস দুই যমজ ভাইবোন। দু’জনই গ্রিক দেবতা জিউসের সন্তান। এপোলো হলেন সূর্য, আলো ও জ্ঞানের দেবতা। আর আর্তেমিস চাঁদ ও বন্যপ্রাণীর দেবী। চাঁদে প্রথম নারী অভিযাত্রীকে নিয়ে যাওয়ার এ অভিযানের নাম তাই দেয়া হয়েছে সেই দেবী আর্তেমিসেরই নামে।

সরকারিভাবে যদিও নাসার পক্ষ থেকে এ ব্যাপারে এতদিন কিছুই জানানো হয়নি। সম্প্রতি আর্তেমিস-৩ অভিযানের কথা ঘোষণা করছে নাসা। এ আর্তেমিসই তাদের মঙ্গলে মানব অভিযাত্রী পাঠানোরও পথ দেখাবে বলে জানিয়েছে তারা ।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট