চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে মালেশিয়ান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০১৯ | ৪:০২ অপরাহ্ণ

৭’শ মালেশিয়ান রিঙ্গিত জরিমানা দিয়ে ১ আগষ্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছেন মালেশিয়ান সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয় ইমিগ্রেশনকে ৭০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে। সঙ্গে ট্রাভেল ডকুমেন্টস হিসেবে পাসপোর্ট বা সংশ্লিষ্ট দূতাবাস থেকে ট্রাভেল পাস এবং বিমান টিকেট নিতে হবে।

সব অবৈধ অভিবাসীদের নির্বিঘ্নে দেশ ত্যাগের জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সবগুলো অফিসের ৮০টি কাউন্টারের মাধ্যমে সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

 

সূত্র: বিডিনিউজ

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন