চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গাড়িতে থাকবে না স্টিয়ারিং!

৯ মে, ২০১৯ | ২:১৪ অপরাহ্ণ

টেসলার লোগোবছর দুয়েক বাদে নতুন মডেলের গাড়িগুলোতে থাকবেনা স্টিয়ারিং হুইল। অবশ্য তার আগেই আগামী বছর থেকে এর আলামত প্রকাশ হতে শুরু করবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু রাস্তা চলে যাবে রোবো ট্যাক্সির দখলে। সেখানে গাড়ি চালকের দেখা মেলা কঠিন হবে।
বেশ দৃঢ়তার সঙ্গেই আগামী পৃথিবীর এই প্রতিচ্ছবি তুলে আনলেন টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দেরিতে হলেও এমন প্রস্তুতি নেওয়ার কথাই প্রকাশ করেছেন ইলন।
জানিয়েছেন, ঘর ঘোছাতে তারও একটু দেরি হয়েছে। এরচেয়েও যারা দেরি করবেন তারা পিছিয়ে পড়বেন।
সোমবার ওয়েবকাস্ট প্রেজেন্টেশনে এমন আগ্রাসী লক্ষ্যর কথা জানানোর সময় স্ব-চালিত গাড়ির একটি মাইক্রোচিপ উন্মোচন করেন ইলন মাস্ক। টেক্সাসে টেসলার জন্য চিপটি তৈরি করেছে স্যামসাং। চিপটি সব ধরনের গাড়িতেই ব্যবহার করা হতে পারে।

[তথ্যসূত্র : মিরর]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট