চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এবার ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ১২:২৫ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি  যুক্ত করা হয়েছে চাকমা ভাষা।

ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। বছরখানেক আগে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি। এরপর চাকমা ভাষাকে যুক্ত করে ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ফেসবুকে চাকমা যোগ হওয়ায় এখন থেকে চাকমা ভাষায় পোস্ট, মন্তব্য করা যাবে।

এটি ব্যবহার করতে আগে ফেসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহারকারী নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুলবার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরো অনেক অপশন আসবে। সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যে কোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।

 

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট