চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গু পরিস্থিতির জন্য চ্যালেঞ্জিং আগামী ৭ দিন

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০১৯ | ৯:৫১ অপরাহ্ণ

আগামী সাত দিনকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য দপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা। আজ শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, ‘আগামী সাতটা দিন আমাদের জন্য চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নয়। আমরা যদি এডিসের দুর্গে আঘাত হানতে না পারি, তাহলে পরিস্থিতি কী হবে বলা মুশকিল।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান অধ্যাপক সানিয়া তহমিনা। এর মধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছেন ৬২১ জন। আর ঢাকার বাইরের শহরগুলোতে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাবে তা বুঝতে সপ্তাহ খানেক সময় লাগবে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অধ্যাপক আজাদ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাবে তা বুঝতে আমাদের আরও এক সপ্তাহ সময় লাগবে। আমাদের এখন উচিত নিজেদের এডিস মশা থেকে দূরে রাখার সমস্ত পন্থা অবলম্বন করা।’

ডেঙ্গুর প্রকোপ কমাতে মশক নিরোধক আমদানির ওপরও জোর দিয়েছেন আবুল কালাম আজাদ, ‘নিজেদের রক্ষা করার জন্য যেমন ফুল প্যান্ট, ফুল হাতা জামা পরিধান করা দরকার, তেমনি রিপেল্যান্ট দ্রুত আমদানি করা যায় কি না সে বিষয়েও জোর দেওয়া দরকার।’

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট