চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এশিয়াতে একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা

অনলাইন ডেস্ক

৬ মে, ২০১৯ | ১০:০৩ অপরাহ্ণ

নরওয়ে ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট ও গ্রামীণ ফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর ও রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটার এশিয়াতে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা করছে। নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের যত রকম অবকাঠামো রয়েছে তা একসঙ্গে ব্যবহার করবে বলে আলাপ চলছে।

আজ সোমবার (৬মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান প্রতিষ্ঠানদুটি। 

এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সম্ভাব্য এই নতুন ব্যবসায়িক উদ্যোগের নাম হবে মার্জকো। আর প্রস্তাবিত এই কোম্পানিটির মূল কার্যালয় হবে মালয়েশিয়াতে।

সামগ্রিকভাবে চুক্তিটি কার্যকর হওয়াটা টেলিনরের জন্য ইতিবাচক বলেও উল্লেখ করেছ তারা। কেননা তখন প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগী কম থাকবে। এর ফলে এশিয়ার ৯টি দেশের টেলিকম ব্যবসা টেলিনরের দখলে চলে যাবে।

বর্তমানে টেলিনর এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তাদের ব্যবসা পরিচালনা করছে।

আর আজিয়াটার দখলে আছে মালয়েশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা ও ইন্দোনেশিয়ার টেলিকম ব্যবসা প্রতিষ্ঠান।

পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি চূড়ান্ত হলে টেলিনর এর মালিকানার বড় অংশীদার হবে। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬.৫ শতাংশ। বাকি ৪৩.৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা। কিন্তু বাংলাদেশের বাজারে এর কোন প্রভাব পড়বে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট