চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঈদে প্রবাসীরা ৭২ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট, ২০১৯ | ১০:৪৭ অপরাহ্ণ

ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি আগস্ট মাসের প্রথম নয় দিনে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ৭২ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে। এর আগে, এতো কম সময়ে এ পরিমাণ রেমিটেন্স কখনও আসেনি।
রেমিটেন্স প্রবাহে সুখবর নিয়ে শুরু হয়েছিল নতুন অর্থবছর। ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৬০ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটেন্সের ওই অংক ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর গত বছরের জুলাই মাসের চেয়ে ২১ দশমিক ২০ শতাংশ বেশি। জুলাই মাসের ধারাবাহিকতায় অগাস্ট মাসের শুরুতেও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।১২ অগাস্ট কোরবানির ঈদ উদযাপিত হয়। তার আগে ৯ অগাস্ট পর্যন্ত রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায়, ১ অগাস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত ৭১ কোটি ৬২ লাখ ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশে।

রোজার ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠানোয় মে মাসে ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্সে আসে; যা ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তার আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল চলতি বছরের জানুয়ারি মাসে, ১৫৯ কোটি ৭২ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরে আগের বছরের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ রেমিটেন্স বেশি পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৭-১৮ অর্থবছরে রেমিটেন্সে প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৩২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও ভালো প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে পরিবার-পরিজানের কাছে বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া প্রণোদনা দেওয়ার কারণেও রেমিটেন্স বাড়ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তবে ঈদের পর রেমিটেন্স প্রবাহে কিছুটা ধীরগতি থাকবে বলে মনে করছেন ব্যাংকাররা।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট