চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কোকাকোলা আগামী ৫ বছর দেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে

অনলাইন ডেস্ক

৯ আগস্ট, ২০১৯ | ৩:৪৪ অপরাহ্ণ

আগামী ৫ বছরে কোমল পানীয় প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানি বাংলাদেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আগামী বছর ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।কোকাকোলা কোম্পানির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৮ আগস্ট) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতে এই পরিকল্পনার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. আবদুল হালিম। কোকাকোলা কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ব্রায়ান স্মিথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শিল্পমন্ত্রী কোকাকোলার সুনির্দিষ্ট বিনিয়োগের প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়া হবে। কোকাকোলা কোম্পানি বেভারেজ পানীয় কোকাকোলা ছাড়াও অন্যান্য ধরনের পানীয় উৎপাদন করছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বাংলাদেশে বোতলজাত পানিসহ অন্যান্য স্বাস্থ্যসম্মত পানীয় তৈরিতে এগিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
শিল্প সচিব বলেন, বাংলাদেশে একটি বিশাল বাজার রয়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে। নতুন নতুন পণ্যের প্রতি মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে।
ব্রায়ান স্মিথ বলেন, বাংলাদেশে কোকাকোলার বাজার অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে সরবরাহ বাড়াতে কোকাকোলার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, আগামীতে বাংলাদেশে বিভিন্ন মাত্রার চিনিযুক্ত কোকাকোলা পানীয় উৎপাদন করা হবে।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট