চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ গ্লোবাল চলচ্চিত্র উৎসবে

১৯ আগস্ট, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

ভারতীয় চলচ্চিত্র ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ পর‌্যটন কর্পোরেশন যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করছে ‘গ্লোবাল চলচ্চিত্র উৎসব’। যেখানে দেখানো হবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। এরমধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। অপর দুই চলচ্চিত্র হলো- ‘ইতি তোমারই ঢাকা’ ও ‘সত্তা’।
২১ আগস্ট থেকে ভারতের শিলিগুড়িতে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। উৎসবের সমন্বয়ক প্রেমেন্দ্র মজুমদার জানান, শৈল্পিক দিক দিয়ে ‘ইতি তোমারই ঢাকা’ খুব শক্তিশালী, ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ রাজনৈতিক ছবি হিসেবে তাৎপর‌্যপূর্ণ আবার বাণিজ্যিক ছবি হিসেবে ‘সত্তা’কে নির্বাচন করা হয়েছে। ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মজীবনী নিয়ে নির্মিত ডকুফিল্ম। মুক্তি পেয়েছে গত বছর (২০১৮) ১৬ নভেম্বর।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট