চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িকে নিয়ে লেখা গানের আনুষ্ঠানিক উদ্ধোধন

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি

১৪ আগস্ট, ২০১৯ | ২:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়িকে নিয়ে লেখা ইউসুফ আদনাননের ” আমার প্রিয় খাগড়াছড়ি” গানের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয় গতকাল স্থানীয় আইএফসি ক্যাফের হল রুমে। খাগড়াছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ টিআইবি সনাকের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান  এ গানটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। তিনি বলেন, খাগড়াছড়িকে নিয়ে এ প্রথম দেশত্ববোধক গান এখানকার মানুষের মাঝে ব্যাপক সাড়া পরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গানের রচয়িতা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইংরেজি শিক্ষক ইউসূফ আদনান। এছাড়া বক্তব্য রাখেন , টেলিভিশন ও বেতার শিল্পি আবুল কাশেম , শিক্ষক সবিতা চাকমা,নাট্যকার এমএ র্মতুজা পলাশ , প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ,ডা: শহিদুল হক, শিল্পি কাইয়রী মারামা, শিক্ষক বেগম ইউসূফ আদনান, শিক্ষক নুরুল আফসার ও সাংবাদিক মো : জহুরুল আলম । গানটিতে এখানকার র্পযটন , প্রকৃতি , পাহাড়ি বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয় । গানটি  সুর করেন টেলিভিশন ও বেতার শিল্পী আবুল কাশেম ও এসবি সুমি।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন