চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভাষা শিখতে আগ্রহীদের ভিসা নিয়ন্ত্রণ করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০১৯ | ১০:১৬ অপরাহ্ণ

জাপানি ভাষা নিয়ে পড়তে আসা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা দেয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে জাপানের সরকার। এ নিয়মের আওতায় পড়বেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। শিক্ষার্থী ভিসা নিয়ে অনিয়মের প্রেক্ষিতে জাপানের অভিবাসন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দেশটির বার্তা সংস্থা কিয়োডো নিউজ এ তথ্য জানায়।

টোকিও জাপানিজ ভাষা শিক্ষা স্কুল সংস্থার এক জরিপে দেখা যায়, প্রতি বছর বাংলাদেশ থেকে জাপানি ভাষা বিষয়ে পড়তে আগ্রহী আবেদনকারীদের ভিসা পাওয়ার হার ছিল ৬১ শতাংশ। কিন্তু ২০১৯ এপ্রিলে সেই সংখ্যা নেমেছে ২১ শতাংশে।

একইভাবে ভিসা হ্রাস করা হয়েছে মিয়ানমারের নাগরিকদের জন্যও। দেশটির ক্ষেত্রে গত বছর ভিসা পাওয়ার হার ছিল ৭৬ শতাংশ। সেখান থেকে এ হার নেমেছে ১৫ শতাংশে। শ্রীলংকার ভিসার হারও ৫০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অপরদিকে, চীন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য আগের মত ৯০ শতাংশ অব্যাহত থাকছে এ সুযোগ।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট