চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ২:২৪ অপরাহ্ণ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী।

তবে জিপিএ-৫ বাড়লে ও কমেছে পাসের হার। গত বছর পাসের হার ছিলো ৬২.৭৩ শতাংশ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৬১৩ জন। এ বছর চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৯২৬ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন।

মো. মাহবুব হাসান বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ২ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, আজ সকাল ১০ টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার সঙ্গে ছিলেন দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এরপর সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট