চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৪১ শিক্ষা প্রতিষ্ঠানের পাস করেনি কেউ

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ২:০৫ অপরাহ্ণ

আজ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । সারাদেশে এবারের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। ফলাফলে দেখা গেছে পাসের হার গতবারের চেয়ে ৭ দশমিক ২৯ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন।

তবে এবারের এইচএসসি পরীক্ষায় ৪১ শিক্ষা প্রতিষ্টানের কেউ পাস করেনি। অপরদিকে ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৮ হাজার ৯৮৫টি।

১৭ জুলাই, বুধবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের মাঝামাঝি সময়। ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী, অর্থাৎ শতভাগ পাস করেছেন। অন্যদিকে, ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেননি বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট