চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সম-সংস্কৃতিতে বিদেশ ভ্রমণ

১৬ আগস্ট, ২০১৯ | ১২:৪৬ পূর্বাহ্ণ

একই ভাষা, চলনে-বলনেও একই। অভিন্ন সংস্কৃতিও। এই সম-সংস্কৃতিতে বিদেশ ভ্রমণের স্বাদ দিতে কলকাতায় ৩১বারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিগত বছরগুলোয় মেলায় প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে বিপুল সাড়া পাওয়ার পর এবছর প্রতিবেশী রাজ্যের জন্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশ পর্যটন বোর্ডের চমক, দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মন্দিরসহ বাংলাদেশের সংস্কৃতি।
পশ্চিমবাংলাকে নতুন আঙ্গিকে দেশটি জানাতে এসেছে সেখানকারা জমকালো বাংলাবর্ষ বরণ। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে উৎসবের উন্মাদনার স্বাদ পেতে একবার যেতেই হবে বাংলাদেশ।
সংস্কৃতির এই টানকে কাজে লাগিয়েই এবার কলকাতায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (টিটিএফ) একটি সরকারি ও ১২ বেসরকারি পর্যটন কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম-সংস্কৃতির অঞ্চলগুলোতে ভ্রমণের মাধ্যমে সম্প্রীতি বাড়বে আর বাড়বে সাংস্কৃতিক বিনিময়।

শংকর কুমার নাথ
দেব পাহাড়, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট