চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আইআইইউসির বাচিক কর্মশালায় বক্তারা

বাচনিক শুদ্ধতা ছাড়া পোশাকী স্মার্টনেসের কোন মূল্য নেই

২৬ আগস্ট, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

জীবনে সার্বক্ষণিক কথা বলতে হয়। তাই কথার শুদ্ধতা প্রয়োজন। কথা বা ধ্বনির শুদ্ধতা নিশ্চিত করতে বাচিক শিল্পের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। গতকাল রবিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশন আয়োজিত বাচিক শিল্প কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। স্টুডেণ্ট এফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক কবি ও গীতিকার চ্যেধুরী গোলাম মাওলা এবং সহকারী পরিচালক, জনসংযোগ ও আবৃত্তি শিল্পের শিক্ষক মোস্তাক খন্দকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে কথোপকথনের শুদ্ধতা খুব জরুরি। কথা যদি শ্রুতিগ্রাহ্য হয়, শ্রোতার কাছে সহজে গ্রহণযোগ্য হয়। বক্তারা আরও বলেন, বাচনিক শুদ্ধতা ছাড়া পোশাকী স্মার্টনেসের কোন মূল্য নেই। উল্লেখ্য আইআইইউসির এই বাচিক শিল্প কর্মশালায় সংশ্লিষ্ট ক্ষেত্রে খ্যাতিমান ও বিদগ্ধ প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট