চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দক্ষিণ জেলা যুবলীগের শোকসভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

দেশকে উন্নত বিশ্বের কাতারে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা

নিজস্ব সংবাদদাতা কর্ণফুলী

২৫ আগস্ট, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মোশতাক-জিয়া চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে থামিয়ে দেয় বাংলাদেশের উন্নয়ন। একুশে আগস্ট তারেক জিয়া গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু তাদের আশা সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় এনেছেন আর দেশকে এগিয়ে নিচ্ছেন উন্নত বিশ্বের কাতারে’। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে দক্ষিণ জেলা যুবলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন। কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াইজংশনস্থ একটি কনভেনশন হলে এর আয়োজন করা হয়। দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, দক্ষিণ জেলা সা. সম্পাদক মফিজুর রহমান, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মালেক, হায়দার আলী রনি ও ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম, মো. সোলাইমান, জাহেদুর রহমান সোহেল, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, সোলায়মান তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট