চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এই সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে : মন্ত্রী বীর বাহাদুর

২৫ আগস্ট, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার আর এই সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আজ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষা ও উন্নয়ন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি গতকাল শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার কদুখোলা ভাগ্যকুল হাইস্কুলের দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, দুর্গম এই পার্বত্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে ওঠেছে ,এমনকি প্রতিটি বিদ্যালয়ের লেখাপড়ার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এসময় মন্ত্রী বীর বাহাদুর ছাত্র-ছাত্রীদের সকল কাজ বাদ দিয়ে শুধু পড়ালেখায় বেশি মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি প্রত্যেক শিক্ষককে তাদের দায়িত্বের প্রতি আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) র নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী রবিউল হোসেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট