চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সরকারি সব প্রতিষ্ঠানকে তামাকমুক্ত রাখতে চিঠি দিবে সিটি কর্পোরেশন

২৩ আগস্ট, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

নগরীর সব সরকারি প্রতিষ্ঠানকে তামাকমুক্ত রাখতে চিঠি দিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বৃহস্পতিবার নগরভবনে তামাকমুক্ত চট্টগ্রাম শহর তৈরির লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা। ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডসের সহায়তায় সিটি কর্পোরেশন ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুদ্দোহা

বলেন, নগরীর বিভিন্ন স্থানে তামাকের ভ্রাম্যমান দোকান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে অবস্থিত তামাক বিক্রয়কেন্দ্র বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবে সিটি কর্পোরেশন। শিক্ষক-শিক্ষার্থীদের তামাকের হাত থেকে মুক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে এবং তামাকমুক্ত শহর তৈরির জন্য ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এছাড়া পাবলিক প্লেসে ধূমপানের জন্য জরিমানা বৃদ্ধিরও প্রস্তাব দেন তিনি।

ইপসার উপ পরিচালক নাছিম বানুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান আইন কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডস্ এর গ্র্যান্টস ম্যানেজার মো. আবদুস সালাম মিয়া, কাউন্সিলর আবিদা আজাদ, ফারজানা পারভিন, মো. গিয়াস উদ্দিন, মো. হাবিবুর রহমান, সাংবাদিক লতিফা আনসারি রুনা, শাহরিয়ার হাসান, কামরুল হুদা প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট