চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

২৩ আগস্ট, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

২০ দেশের ২২০ জনের অধিক নতুন শিক্ষার্থীর স্বাপ্নিক পদচারণায় মুখরিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) ক্যাম্পাস । তারা যুক্ত হয়েছে ইতিপূর্বের ১৮ টি দেশের ৮০০ জনের অধিক শিক্ষার্থীদের সাথে ।
আর যুক্ত হওয়া এই শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০০ জনের অধিক সিট নিশ্চিত করেছে বাংলাদেশী শিক্ষার্থীরা । আর নতুন ভাবে যুক্ত হয়েছে দুইটি দেশ তথা লাওস ও পূর্ব তিমুর হতে আগত শিক্ষার্থীরা ।এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে গতকাল ইউনিভার্সিটির শরৎকালীন সেশনের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) এর রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড ওরিয়েন্টেশনে সবাইকে স্বাগত জানান । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান গণ এবং ডিন অব স্টুডেন্টস ইউনিভার্সিটির শিক্ষক,শিক্ষার্থী ও স্টাফদের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাসিলিটিজ ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন এবং ভবিষ্যৎ স্বপ্ন পূরণের সারথী হওয়ার জন্য সবাইকে স্বাগত জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট