চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্রেনেড হামলা দিবসে আয়োজিত সভায় বক্তারা

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল গ্রেনেড হামলা করে

পূর্বকোণ ডেস্ক

২৩ আগস্ট, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্নস্থানে সভা সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে।
পশ্চিম ষোলশহর ওয়ার্ড আ. লীগ ও অঙ্গ সংগঠন : ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার তরান্বিত করার দাবিতে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কার্যালয়ের সম্মূখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর যুবনেতা মো. মোবারক আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ নেতা আলহাজ মো. এয়াকুব। ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াত করেন মো. শাহজাহান আল কোরাইশী। বক্তব্য রাখেন মো. ইসকান্দর মিঞা, মৌলভী তাজুল ইসলাম, মির্জা আহমেদ, হাজী নাছের আলম, আবুল কালাম সর্দার, মনির আহম্মদ, আনোয়ারুল ইসলাম বাপ্পী, এম এ আজিজ, লায়ন আলমগীর আলম, মামুন হাওলাদার, সৈয়দ শামছুল ইসলাম, ইলিয়াছ আলী বাহাদুর, শাহেদ আলী রানা, ইসমাইল ফরিদ, ফরিদুল আলম, এস এম নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন খান, নিজাম উদ্দিন খোকন, মুহাম্মদ সামছুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান কাউসার, ফাতেমা রহমান ময়না, কান্তা ইসলাম মিনু, সোনিয়া আজাদ, আব্দুল বাতেন, জাহেদ হোসেন চৌধুরী, হামিদ হাসান মাটন, এস এম অলিউল্লাহ, মহসিন, কামরুল ইসলাম, ছায়েদুল হক, রায়হান উদ্দিন, এস এম সিরাজ উদ্দিন, শাহনেওয়াজ ফারহান লেলিন, ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, পারভেজ, আমির হোসেন সোহাগ, মিন্টু কুমার দে মিঠু ও হারুনুর রশিদ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ। সভা শেষে ২১আগস্ট গ্রেনেড হামলার শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন।
যুব জনতা সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি: যুব জনতা সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হযরত শাহ আমানত শাহ (র.) মাজারে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সংঠনের সভাপতি আবদুল মান্নান ফেরদৌস, সাধারণ সম্পাদক এড. চন্দন তালুকদার, নেতৃবৃন্দের মধ্যে সাবেক ছাত্রনেতা ভিপি ইউনুছ, মীর আবদুর রহমান মামুন, আবু নাছের, মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, দিদারুল আলম দিদার, হাজী হাসান মুন্না, ফরিদ আহমদ, গিয়াস উদ্দিন, জালাল আহমদ দুলাল, হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল হামিদ নয়ন, মাসুদ আকবরী, আকতার হামিদ, জাহেদুল আলম শিপন, পেয়ার মোহাম্মদ পেয়ারু, খায়ইস প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদা শরফুদ্দিন মোহাম্মদ শওকত আলী খান শাহীন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব সার্কেল-১ : চিটাগং শপিং কমপ্লেক্সে রাজস্ব সার্কেল-১ এর উদ্যোগে গতকাল শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলে প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম। রাজস্ব সার্কেল-১ এর কর কর্মকর্তা মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস কমিটির আহবায়ক উত্তম কুমার দাম। মেজবাহ উদ্দিন আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস কমিটির সদস্য সচিব ফয়েজ আহমদ, কর্মকর্তা দবির আলম চৌধুরী, ফজলুল কবির চৌধুরী, মো. এখলাছ উদ্দিন, আবদুল মতিন, দিদারুল আলম, বাবুন চৌধুরী। উপস্থিত ছিলেন উপ করকর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী, নগর যুবলীগ নেতা বেলায়েত হোসেন চৌধুরী রোবায়েত প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট