চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ওয়াক্ফ এস্টেটের ১৩০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ

ভূমি কর্মকর্তা-আইনজীবীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

গণি সওদাগর ওয়াক্ফ এস্ট্রেটের ১৩০ কোটি টাকা মূল্যে ১১৮৪ শতক জমি আত্মসাতের অভিযোগে এক ভূমি কর্মকর্তা ও আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয়,চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে এতথ্য জানান চট্টগ্রাম ১ কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।
মামলা আসামিরা হলেন চট্টগ্রামের সাবেক সাব-রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান (বর্তমানে নিলফামারী জেলা রেজিস্ট্রার), এডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য্য, আগ্রাবাদ মুহুরীপাড়ার মৃত জেবল হোসেনের ছেলে মো. জাকির হোসেন ও পাঁচলাইশ আলমাদানী রোডের মৃত সামশুল আলমের ছেলে আতাউল করিম উসমানী সোহেল।
দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ২০১২ সালে লুৎফুর রহমান চট্টগ্রামের সাব রেজিস্ট্রার থাকাকালে তিনিসহ অন্য আসামিরা গণি সওদাগরের ওয়াক্ফ এস্ট্রেটের ১৩০ কোটি টাকা মূল্যের ১১৮৪ শতাংশ সম্পত্তি যোগসাজসে আত্মসাৎ করেন। যা দুদকের তদন্তের ওঠে আসে। মূলত এই চার জনে মিলে একটি ভুয়া দলিল তৈরি করে সম্পত্তিগুলো হেবা ঘোষণা করেন। পরে সেটি দুদকের নজরে এলে দুদক তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট