চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শিল্পকলায় ১১ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

শিল্পকলায় আজ থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী নাট্য উৎসব ‘আগস্টের নাট্য সম্ভার ২০১৯’। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিবেদন করেছে উক্ত ‘আগস্টের নাট্য সম্ভার ২০১৯’।
সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১১ দিন ব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করবেন অতিথিরা। আজ সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে লোক থিয়েটার প্রযোজিত ও আন্তন চেখভ রচিত ও মনসুর মাসুদ নির্দেশিত নাটক ‘ভল্লুক’। উত্তরাধিকার পরিবেশন করবে তানভির আহমেদ সিডনি রচিত ও মোসলেম উদ্দীন সিকদার নির্দেশিত নাটক ‘মৃত্যুপাখি’। আগামী কাল সমীকরণ থিয়েটার পরিবেশন করবে আলোক মাহমুদ রচিত ও নির্দেশিত নাটক ‘এই কি স্বাধীনতা’। নাটকগুলো প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে শিল্পকলা মিলনায়তনে। প্রবেশ পত্র প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট