চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে সম্প্রীতি পরিষদের সাক্ষাৎ

২২ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান সম্প্রীতি পরিষদের আহ্বায়ক কমিটির সাথে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যাণার্জীর সৌজন্য বৈঠক সাথে তাঁহার কার্যালয়ে গতকাল ২১ আগস্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষদের যুক্ত করে এই পরিষদ গঠিত হাওয়ায় ভারতীয় সহকারী হাই কমিশনার ভূয়সী প্রশংসা করেন এবং আশা করেন, এই পরিষদ সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে বাংলাদেশের জাতির পিতার স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়তা করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, সব সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি এই সংগঠন সহ সব বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সম্প্রীতি পরিষদের আহ্বায়ক লায়ন দিদারুল আলম চৌধুরী, যুগ্ন আহ্বায়কত্রয় প্রফেসর জওহরলাল ভট্টাচার্য, প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া ও লায়ন সিলভার্সার ভার্ণান্দেজ উপস্থিত ছিলেন। সম্প্রীতি পরিষদের আহ্বায়ক লায়ন দিদারুল আলম চৌধুরীসহ আহ্বায়ক কমিটির সদস্যরা অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকল সম্প্রদায়ের মানুষ এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে যাবার স্বার্থে মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান সম্প্রীতি পরিষদের পতাকাতলে সবাইকে সমবেত হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলাদেশকে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট