চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৯ পরিবহনকে বিআরটিএ’র জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ | ১১:১৯ অপরাহ্ণ

সিএনজি অটোরিকশা চলাচলে মিটার ব্যবহার না করা এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯টি পরিবহনকে ৪৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে বিআরটিএ চট্টগ্রাম। এসব ঘটনায় ১৯টি মামলা দায়ের হয়েছে বলেও জানা গেছে। আজ বুধবার (২১ আগস্ট) নগরীর টাইগারপাস মোড় সড়কে এই অভিযান পরিচালনা করেন বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
তিনি জানান, মঙ্গলবারের ধারাবাহিকতায় আজও (বুধবার) মিটারে না চলা এবং মিটারবিহীন সিএনজি অটোরিকশাসহ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়েছি। আজকের অভিযানে নগরীর ৬ ও ৭ নম্বর রুটের দুটি ফিটনেসবিহীন বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বেশ কিছু সিএনজি অটোরিকশা পাওয়া গেছে যারা মিটারেই যাচ্ছে এবং গতকালের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে বলেও জানান মনজুরুল হক।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট