চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে সরকারি ওষুধ জব্দ, ফার্মেসি বন্ধ

২১ আগস্ট, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

 

হাটহাজারী উপজেলার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের ওষুধ ও ভারত থেকে আনা অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে। ফার্মেসিটিকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার আকমল শাহ ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওষুধ ও ভারতীয় অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। হাটহাজারী উপজেলা নির্বাহী

কর্মকর্তা মো. র”হুল আমিন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, আকমল শাহ ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ভারতীয় অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির টের পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে মালিক কে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয় হবে। এসব অবৈধ ওষুধ বিক্রি ও রাখার অপরাধে ফার্মেসিটি বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট