চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

৫ হাজার লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেপ্তার কর্ণফুলীতে

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

২১ আগস্ট, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী নদী থেকে ৫ হাজার লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ পরিবহনে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) বিকালে শিকলবাহা ইউনিয়নের সোনামিয়া হাজীর ডকের উত্তর পাশে শিকলবাহা খালের মুখ কর্ণফুলী নদী থেকে কর্ণফুলী থানা পুলিশ এসব চোলাই মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার রায়খালী এলাকার মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ আলী (২৫), বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকার আনসারুল হকের ছেলে মো. ইমরান (৪৫), পটিয়া উপজেলার কোলাগাঁও বাবুল মিয়ার ছেলে নাছির আহমদ (৩৩), রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকার আবু তাহেরের ছেলে ইউনুস প্রকাশ আনিছ (২৫) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ হোসেন (২০)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শিকলবাহা ইউনিয়নের সোনামিয়া হাজীর ডকের উত্তর পাশে শিকলবাহা খালের মুখে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে চোলাই মদের কারবার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।
জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. জোবাইর সৈয়দ দৈনিক পূর্বকোণকে জানান, চোলাই মদসহ আটক পাঁচজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চোলাই মদ পরিবহণে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট