চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

তাপস সভাপতি, পলাশ সম্পাদক

মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত

২১ আগস্ট, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে আগামী ২৬ অক্টোবর শনিবার কঠিন চীবর দান উদযাপন কমিটি ২০১৯ গঠন করার লক্ষ্যে এক সভা গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। বিহারাধ্যক্ষ বজিরানন্দ মহাথের’র সভাপতিত্বে ও প্রকৌশলী পলাশ বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২০ সেপ্টেম্বর বর্ষাষাটিকা বৈকালিক সংঘদান ও বিদর্শন সাধক নন্দ বংশ মহাথের’র পরিচালনায় খ-কালীন ভাবনা ও একক সদ্ধর্ম দেশনা, ১৩ অক্টোবর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন, ২৬ অক্টোবর শনিবার দানোৎত্তম শুভ কঠিন চীবর দান উদযাপনের সার্বিক বিষয় নিয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া। এতে আরো বক্তব্য রাখেন স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষণ বড়–য়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়–য়া, অলক বড়–য়া বিটু, উত্তম কুমার বড়–য়া, প্রণব রাজ বড়–য়া, অমলেন্দু বিকাশ বড়–য়া, তাপস কান্তি বড়–য়া, সৈকত বড়–য়া, রেবা বড়–য়া, রূপম বড়–য়া, গীতা বড়–য়া, দোলা চৌধুরী, শুভ্র মনিয়াম বড়–য়া, আশিষ বড়–য়া জুয়েল, তন্ময় বড়–য়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কঠিন চীবর দান পরিচালনা করার নিমিত্তে তাপস কান্তি বড়ুয়াকে সভাপতি, প্রকৌশলী পলাশ বড়–য়াকে সাধারণ সম্পাদক ও রেবা বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট