চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নজরুল উৎসবের প্রস্তুতিসভা

২১ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

নজরুল একাডেমি, চট্টগ্রাম এর লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গত রবিবার সন্ধ্যা ৬টায়, সংগঠনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গীতিকবি এ কে এম জহুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল সংগীত শিল্পী ফাহমিদা রহমান। সভায় আগামী ৪ সেপ্টেম্বর দিনব্যাপী নজরুল উৎসব বাস্তবায়নে করণীয় নানাদিক নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেমিনার পর্বে নজরুল বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, সকাল ১১টায় শিল্পকলা একাডেমির গ্যালারি হলে নজরুল সংগীত প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষণ প্রদান করবেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। নজরুল একাডেমি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা রহমানের নিকট (০১৭১১২০৮৪২৪) ৫০০ টাকা নিবন্ধন ফি জমাদানের মাধ্যমে যে কেউ প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করতে পারবেন। তবে আসন সংখ্যা ১০০ সীমিত। শিল্পী ফেরদৌস আরা সান্ধ্যকালীন সাংস্কৃতিক পর্বেও সংগীত পরিবেশন করবেন। আরও গান পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের দু’জন শিল্পী মঞ্জুশা চক্রবর্তী ও তুহিন পাল। বিশিষ্ট শিল্পী ফাহমিদা রহমান এবং নজরুল একাডেমী, চট্টগ্রাম এর শিল্পীবৃন্দও গান করবেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নজরুল একাডেমী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিন্টু রহমানসহ বিশিষ্টজনেরা। চট্টগ্রামের নজরুলপ্রেমী, বিশিষ্টজন এবং সর্বস্তরের ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। প্রস্তুতি সভাকে সফল করে তোলার ব্যাপারে সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও সহকারী অধ্যাপক সুমন হায়াত, কবি ও প্রাবন্ধিক আলী প্রয়াস। সভা শেষে গান পরিবেশন করেন সংগীত শিল্পী ডা. শর্মীলা বড়ুয়া, শিল্পী এসবি সুমি ও শাওন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট