চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গ্রেনেড হামলার রায় কার্যকরের মানববন্ধনে অনুপম সেন

২১ আগস্ট যারা গ্রেনেড হামলা করেছে তারা ৭১ ও ৭৫’র দোসর

২১ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের প্রচেষ্টাকারী এবং গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও চিহ্নিত খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসিতে ঝুলানোর দাবিতে গতকাল মঙ্গলবার নগরীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা ও বঙ্গবন্ধু একাডেমির যৌথ উদ্যোগে চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপচার্য ড. অনুপম সেন বলেছেন, ২১ আগস্ট যারা গ্রেনেড হামলা করেছে এরা ৭১ ও ৭৫ এর দোসর। তিনি আরো বলেন, বিএনপি-জামাত চক্র মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে পাকিস্তানি স্টাইলে তালেবান ও জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে তৎপর। যে কারণে এরা সারা বাংলাদেশে কোমলমতি শিক্ষার্থী, তরুণ-যুবকদের দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক রাজনীতি পরিচালনায় অবতীর্ণ হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি এডভোকেট আশুতোষ দত্ত নান্টু ও সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ শাহিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, জাসদ নেতা ভানু রঞ্জন চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা মুন্নি রানী দাস, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার আজম, সাইফুদ্দীন আহমেদ, প্রণবরাজ বড়–য়া, বরুণ সেন দোয়ন, প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট