চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেট্রোপলিটন হার্ট সেন্টার প্রথমবারের মত হৃদযন্ত্রের প্রাইমারি পিসিআই সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

নগরীতে প্রথমবারের মতো হৃদযন্ত্রের বাম প্রধান ধমনীর প্রাইমারি পিসিআই সম্পন্ন হয়েছে। সম্প্রতি মেট্রোপলিটন হার্ট সেন্টার চট্টগ্রামে দেলোয়ারা বেগম (৫৩) নামে এক রোগীর জরুরি ভিত্তিতে এই প্রাইমারি পিসিআই সম্পন্ন করেন হার্ট সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও ক্যাথল্যাব ডাইরেক্টর ডা. এ এম শফিক। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. এ এম শফিক। তিনি বলেন, এ ধরণের রোগী দ্রুত খারাপ হতে পারে এমনকি হাসপাতালে আসার আগেই বেশিরভাগ রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেননা এই ধরনের রোগীর চিকিৎসার জন্য হাতে সময় খুব কম পাওয়া যায়। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে ঝুঁকি আরও বেড়ে যায়। এমনকি চিকিৎসা চলাকালীন সময়েও রোগীর দুর্ঘটনা ঘটতে পারে। রোগীর কিডনীর সমস্যা থাকার কারণে ঝুঁকিটা বেশি থাকে। গত ২৭ জুলাইয়ে দেলোয়ারা বেগম বুকে ব্যাথা নিয়ে চেম্বারে আসে এবং ইসিজি দেখে ধারণা করা হয় যে হার্টের বাম পাশের প্রধান ধমনীর শুরুতেই ব্লক থাকতে পারে। অতি দ্রুত রোগীকে ক্যাথল্যাবে স্থানান্তর করা হয় এবং এনজিওগ্রাম বাম প্রধান ধমনীর প্রায় পূর্ণ ব্লক দেখা যায়। যা অতিদ্রুত রিং লাগিয়ে (প্রাইমারি পিসিআই) খুলে দেয়া হয়। ওই রোগী বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে। এ ধরণের প্রাইমারি পিসিআই প্রথমবারের মতো এ হাসপাতালে করা হয়েছে। এর আগে আরও কোথাও এমন হয়নি বলেও উল্লেখ করে তিনি বলেন, হৃদরোগের সব ধরণের চিকিৎসা এখন চট্টগ্রামে সম্ভব। কাউকে আর বিদেশমুখী হতে হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ এ আর শোকরানা, মেডিকেল ডাইরেক্টর ডা. ফজলে আকবর, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল মোত্তালিব, ডা. আক্তার হোসাইন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ সেলিম, মার্কেটিং ডিজিএম আলাউদ্দিন, মার্কেটিং এজিএম মোশাররফ হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট