চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বলুয়ারদীঘি খানকাহ শরীফে গাউসে ওরশ মোবারকে বক্তারা

সৈয়দ তৈয়্যব শাহ (রহ.) ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ সমাজসংস্কারক

২১ আগস্ট, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)’র ২৭তম বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা বলেন, তৈয়্যব শাহ (রহ.) ছিলেন চলতি শতাব্দির মুজাদ্দিদ তথা শ্রেষ্ঠ সমাজসংস্কারক। গাউসে জামান হিসেবে যে সকল কর্মসূচি রেখে গেছেন তা বিশ্ব মুসলমানদের মুক্তির দিশা দেবে চিরদিন। গতকাল নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় ১৬দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিবসের মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। খানকাহ শরীফের উপদেষ্টা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার। বিশেষ অতিথি ছিলেন, রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন, নুর মোহাম্মদ কনট্রাক্টর, শেখ নাছির উদ্দিন আহমদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব শাহাজাদ ইবনে দিদার।
মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন সোবহানিয়া আলিয়া মাদরাসার মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক-মাওলানা সাইফুদ্দিন আল আযহারি, মাওলানা জসিমুদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরি, মাওলানা মোহাম্মদ সোহেল আনছারি, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু তাহের, হাফেজ আবুল হোসাইন প্রমুখ। মাহফিলে অতিথি ছিলেন, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম ম্যানেজার, সাধারণ সম্পদক-হাবিবুল্লাহ মাষ্টার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবদুল মন্নান, কোতোয়ালী থানা গাউসিয়া কমিটির সভাপতি খায়ের মোহাম্মদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট