চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভেদের রাজনীতি হতে বিরত থাকুন : সিটি মেয়র

২১ আগস্ট, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সকল আওয়ামী পরিবারকে বিভেদের রাজনীতি হতে বিরত থাকতে হবে। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গতকাল দুপুর ১২টায় টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকর‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও মাসুদ রেজার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হোসেন হিরন। বক্তব্য রাখেন কাউন্সিলর আবিদা আজাদ, আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ, আলী আশরাফ মজুমদার।
বক্তব্য রাখেন আকবর হোসেন স্বপন, অধ্যাপক মো. কাজী মুজিবুর রহমান মুজিব, মাসুদ রেজা, রতন মল্লিক, আবুল কাশেম, নাদিরা সুলতানা হেলেন।অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে আমবাগান আবহাওয়া অফিস হতে শোকর‌্যালি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ ভূইয়ার নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে টাইগারপাস স্কুল মাঠে এসে শেষ হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট