চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নগরীতে বিশ্ব মশা দিবস উদযাপিত

২১ আগস্ট, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রথমবারের মত চট্টগ্রামে বিশ্ব মশা দিবস ২০১৯ উদযাপিত হয়। সাম্প্রতিক এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রার্দুভাবের প্রেক্ষিতে চট্টগ্রামের সিভিল সার্জন ও উপ-পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর ঐকান্তিক উদ্যোগে দিবসে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ আন্দরকিল্লা সড়ক প্রদক্ষিণ করে। মশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক(স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, ডেপুটি সিভিল সার্জন ডা. জি এম তৈয়ব আলী, চট্টগ্রাম, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোস্তফা সৈয়দ, এমও সিএস ডা মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা লা ক্রাইন চাক, , জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস এবং সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট