চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন স্থানে আয়োজিত সভায় বক্তারা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে

মফস্বল ডেস্ক

২১ আগস্ট, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালনে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।
কক্সবাজার : জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান ও কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার মো. আহসানুল হক। অনুষ্ঠানে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

টেকনাফ : নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ জহির হোসেন এমএ, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল বশর, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী ফেরদৌস আহমদ জমিরি, তাহেরা আক্তার। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পুর্ণ চাকমা। পরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবসার। এদিকে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়।
লোহাগাড়া : নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ। পরে শোক র‌্যালি শেষে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ড. মোহাম্মদ হানিফ, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আবদুল হামিদ প্রমুখ। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জামে মসজিদে দোয়া মাহফিল হয় খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে।

বান্দরবান বিশ্ববিদ্যালয় : বিশ^বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ ইমাম আলি। বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আবছার, স্কুল অব বিজনেস স্টাডিজ’র ডিন প্রফেসর ডক্টর কাজী আহমদ নবী ও স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ডক্টর মোসলেহ উদ্দীন।
ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি : নিজস্ব সংবাদদাতা জানান, ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, যুবলীগ নেতা জয়নাল আবেদিন, সাবেক ছাত্রনেতা মীর মোর্শেদ, যুবলীগ নেতা মাসুদ পারভেজ ও আক্কাচ আলী।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান : নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের ব্যবস্থাপনায় রাউজান মুন্সিরঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, শাহরিয়ার সাকিব, আবু বক্কর আরফাত, সৈয়দ মোহাম্মদ জুনাইদ উল্লাহ, মনির উদ্দিন, রিফাদুল ইসলাম, মিজানুর রহমান, ওমর ফরুক মনি, আরফানুল ইসলাম আবির, আরফান গনি ফাহিম, জাগির হোসেন, সানজিদুল ইসলাম, ওমর ফারুক আজম, তাজনবী ইমন, আরমান, সাজ্জাদ হোসেন, রবিন, ফয়সাল, সাজ্জাদ, অনিক ভট্টাচার্য, কাজী শিহাব, সাকিব আব্দুল্লাহ, নোমান বিন আজিজি, আমির সিকদার, মোহাম্মদ রিয়াজ, মোরশেদুল আলম, রিয়াজ উদ্দিন সাব্বির, শহিদুল ইসলাম, ইফতেখার মো. চৌধুরী, হোসাইন মো. চিশতী, আলভী, আরমান উদ্দিন, মিজানুর রহমান মুবিন, নাহিদ, অমিত দাশগুপ্ত, শাহরিয়ার, আকিব আব্দুল্লাহ, ফারাজ আহমেদ, আবিদ নেওয়াজ, রবিউল, সামির উদ্দিন প্রমুখ।
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় : বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কদর। চৌধুরী মোহাম্মদ জসীম ও সাজিয়া আফরিন কোহেলীর পরিচালনায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য জানে আলম, হেলাল, কাজী শওকত আকবর, আবু তাহের, জিয়া আমানত নয়ন, ঝুমা খানম, সোহরাব হোসেন মোড়ল, শফিউল আজম, সাইফুল আলম, শিখা রাণী দেবী, শওকতের রহমান, আর.কে মুহুরী, সেবিকা মুখার্জি, সাজিয়া আরফিন, আজিজুল হক, দিদারুল আলম, আমেনা খাতুন, আতিকুল ইসলাম, পুতুল রানী নাথ, ফিরোজ আলম, ছোটন সেন, কানিজ ফাতেমা প্রমুখ। সভাশেষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করা হয়।

খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ : কলেজের সাংবাদিক জালাল উদ্দীন আহমদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক সেলিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব। প্রভাষক ভগীরথ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক অভিজিত বড়–য়া মানু, দেলোয়ার হোসেন, জাহিদুর রহমান, নাজমুল জান্নাত, একেএম শামসুদ্দিন, রুবি বিশ্বাস, ছাত্রী ইশাত আমিন প্রমুখ।
রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা : প্রতিষ্ঠানের মিলনায়তনে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি শিক্ষানুরাগী খোরশেদ আলম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এবিএম কুতুব উদ্দিন, প্রধান মুফতি মাহমুদুল হাসান, মুহাদ্দিস আনোয়ার হোসাইন, মুফাস্সির আব্দুশ শহীদ, জীববিদ্যার প্রভাষক আলমগীর চৌধুরী প্রমুখ।
শিক্ষক সমিতি রাউজান উপজেলা শাখা : নিজস্ব সংবাদদাতা জানান, সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, জানে আলম, হাবিবুল হক, জাকের হোসেন, মাওলানা হাবিবুল হোসাইন, তপন মহাজন, প্রণব শীল, শাহানাজ বেগম প্রমুখ।
গাছবাড়িয়া নি. গৌ. সরকারি মডেল উচ্চ বিদ্যালয় : চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সহকারী প্রধান শিক্ষক এমএ মতিন, সহকারী শিক্ষক যথাক্রমে শাহজাহান আজাদ, হামিদা বিনতে মাহবুব, বিজন চক্রবর্তী, রঞ্জিত কুমার দে, মিতা বড়–য়া, মৃদুল কান্তি পাল, পারভিন আকতার, পলাশ কান্তি দাশ, কামরুল ইসলাম, নাছরিন আকতার, আবদুল আজিজ, রোকেয়া সিদ্দিকা, মাও. মো. হোসেন শাহীন, শিক্ষার্থী মোক্তাদির চৌধুরী, মো. রিয়াজ আরমান, সাকিলা সাত্তার, শওকতুল ইসলাম প্রমুখ।
পাঠানদ-ী আল-আমিন বিদ্যা নিকেতন : নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানটির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ সুনির্মল বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি এডিশনাল পিপি এডভোকেট মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য সচিব আবুল বশর সিকদার, কামাল উদ্দীন, শিক্ষক শলীল চক্রবর্তী, ঝিনু গুপ্তা, সুজন ঘোষ, প্রিয়তোষ দে, লোপা বড়–য়া, উর্মী আক্তার, শারমিন আক্তার প্রমুখ।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ : সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য আকতার হোসেন খাঁন, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তেয়ব, সাবেক সহ-সভাপতি বিকে চৌধুরী লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউছার নূর লিটন, সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. পারভেজ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, উপ-সমাজসেবা সম্পাদক মো. সেলিম প্রমুখ।

খলিলাবাদ মুনিরীয়া আলাভীয়া মাদরাসা : রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মো. আবদুস ছালাম। মাদরাসার সুপার সায়্যিদ মুহাম্মদ মুনির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মো. ইসমাঈল, মো. খোরশেদ আলম প্রমুখ।
হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজ : প্রতিষ্ঠানটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তীর সভাপতিত্বে। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সত্যানন্দ বড়–য়া, অধ্যাপক আবদুল হান্নান সিকদার, অধ্যাপিকা উম্মে ফাতেমা, অধ্যাপক মো. জুনায়েদ, অধ্যাপক আরিফুল হক নিজামী, প্রদর্শক অশোক চৌধুরী, শিক্ষার্থী মো. সোলায়মান, নুসরাত শরীফ, লিপিকা বিশ্বাস, সোহেল রানা প্রমুখ।
সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি : প্রতিষ্ঠানের উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ, শামসুদ্দিন আহমেদ, নুরুল আজিম, তাজরীন আহমেদ নিপু, ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট